আগরতলা ।।ত্রিপুরার যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করার লক্ষ্যে আরো একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে আজ নয়াদিল্লির রেল ভবনে রেলওয়ে, তথ্য ও সম্প্রচার মন্ত্রী, অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।
এই সাক্ষাতে বন্দে ভারত ট্রেন চালু করা, ইলেকট্রিক ট্রেন চালু করা এবং সাইবার সিকিউরিটি হাব স্থাপন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
পরে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, আজ নয়াদিল্লির রেল ভবনে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সাথে সাক্ষাত করি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিকশিত ত্রিপুরা, বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার দিশায় আমরা বেশ কয়েকটি উল্লেখযোগ্য উদ্যোগ নিয়ে আলোচনা করেছি। মুখ্যমন্ত্রী জানান, আগরতলা – গুয়াহাটির মধ্যে বন্দে ভারত ট্রেন চালু করা, রেলওয়ে ট্র্যাক ডাবল করা, বৈদ্যুতিক ট্রেন চালু করা, দীর্ঘ দূরত্বের রুটে নতুন এবং উন্নত মানের কোচ এবং রেলওয়ে স্টেশনগুলিকে সুন্দর রাখার বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে আলোচনা হয়।
এর পাশাপাশি টিএফটিআই এর জন্য নতুন বিল্ডিং ও ফিল্ম সিটির উন্নয়ন করা, কল সেন্টারগুলির উন্নয়ন করা এবং সাইবার সুরক্ষা হাব গড়ে তোলা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।