আগরতলা: রাজধানীতে বাই সাইকেল রেলি ঘিরে সাড়া। শনিবার সকালে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শিশু সুরক্ষা কমিশনের উদ্যোগে রাজধানীতে বাইসাইকেল রেলি হয়। রাজধানীর রবীন্দ্রভবন প্রাঙ্গণ থেকে শুরু হয় এই বাই সাইকেল রেলি। উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়, শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন জয়ন্তী দেববর্মা, খুদে দাবাড়ু আরশিয়া দাস সহ অন্যান্যরা।
বাইসাইকেল রেলির সুচনা করার পাশাপাশি মন্ত্রী টিঙ্কু রায় এদিন নিজে বাইসাইকেল চালিয়ে রেলিতে অংশগ্রহণ করেন। উদ্বোধনি অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে শিশু সুরক্ষা কমিশনের উদ্যোগে এক বাইসাইকেল রেলির আয়োজন করা হয়েছে।
তিনি আরও জানান মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর একটাই লক্ষ্য নারীদের সুরক্ষা ও নারীরা যেন সম্মানের সাথে বাঁচতে পারে। এদিন রেলি ঘিরে অংশ গ্রহণ কারীদের মধ্যে ভালো সাড়া পড়ে।