আগরতলা: রাজধানীতে বাই সাইকেল রেলি ঘিরে সাড়া। শনিবার সকালে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শিশু সুরক্ষা কমিশনের উদ্যোগে রাজধানীতে বাইসাইকেল রেলি হয়। রাজধানীর রবীন্দ্রভবন প্রাঙ্গণ থেকে শুরু হয় এই বাই সাইকেল রেলি। উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়, শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন জয়ন্তী দেববর্মা, খুদে দাবাড়ু আরশিয়া দাস সহ অন্যান্যরা। বাইসাইকেল রেলির সুচনা করার পাশাপাশি মন্ত্রী টিঙ্কু […]