ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হলো ক্রীড়া প্রতিভা অন্বেষণ মূলক রাজ্য আসরের। ক্রীড়া প্রতিভাদের প্রশিক্ষণমূলক কর্মসূচির মাধ্যমে আগামী দিনে আরও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলা হবে।

রাজ্য এবং জাতীয় আসরের পাশাপাশি আন্তর্জাতিক আসরেও যেন এই খুদে খেলোয়াররা আগামী দিনে ত্রিপুরার এবং দেশের নাম উজ্জ্বল করতে পারে এই প্রত্যাশা প্রত্যেকের। উমাকান্ত একাডেমির সম্মুখভাগে উমাকান্ত একাডেমী মুক্তমঞ্চে সমাপনী অনুষ্ঠানে সাফল্য অর্জনকারী খেলোয়ারদের পুরস্কৃত করা হয়েছে। কাবাডি ইভেন্টে বালক বিভাগের চূড়ান্ত পর্যায়ের খেলায় সিপাহীজলা দল ৬২-৫০ পয়েন্টে উত্তর জেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। এর আগে সেমিফাইনাল পর্যায়ের খেলায় উত্তর জেলা দল ৫০-৪৩ পয়েন্টে এবং সিপাহী জেলা ৫৯-৩৫ পয়েন্টে পশ্চিম জেলা দলকে পরাজিত করে ফাইনালে প্রবেশ করেছিল। বালিকা বিভাগে উত্তর জেলা দল ৫৬-১৮ পয়েন্টে পশ্চিম জেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। সেমিফাইনাল পর্যায়ের খেলায় পশ্চিম জেলা দল রোমাঞ্চকর ভাবে ৪২-৪১ পয়েন্টে পরাজিত করে এবং উত্তর জেলা দল ৪৭-৪৬ পয়েন্টে সিপাহীজলা দলকে হারিয়ে ফাইনালে উন্নীত হয়েছিল। ফুটবল ইভেন্টে বালিকা বিভাগে পশ্চিম জেলা দল টাইব্রেকারে পেনাল্টি শুট আউটে ৩-১ গোলে সিপাহিজলা জেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন খেতাব পেয়েছে। উল্লেখ্য, নির্ধারিত সময়ের খেলা গোল শূন্য অবস্থায় সমতা বিরাজ করছিল। ফুটবল বালক বিভাগের চূড়ান্ত খেলায় খোয়াই ন্যূনতম গোলের ব্যবধানে উত্তর জেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন খেতাব পেয়েছে। উমাকান্ত একাডেমির প্রাঙ্গনে খো-খো এবং পশ্চিম নোয়াবাদি স্কুল মাঠে অ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

তিনদিন ব্যাপী আয়োজিত ক্রীড়া প্রতিভা অন্বেষণের রাজ্য আসরের সমাপ্তি অনুষ্ঠানে রাজ্য যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়, আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র শ্রীমতি মনিকা দাস দত্ত, দপ্তরের সচিব ড. প্রদীপ কুমার চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অলিম্পিয়ান জিমন্যাস্ট পদ্মশ্রী দীপা কর্মকার, ত্রিপুরা ক্রীড়া পর্ষদের যুগ্ম সচিব স্বপন সাহা প্রমুখ উপস্থিত ছিলেন। ধন্যবাদ জ্ঞাপক ভাষণ রাখেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *