আগরতলা : চলে গেলেন ফটিকায় এলাকার বিশিষ্ট সমাজসেবী তথা রাজনীতিবিদ মৃদুল কান্তি দাস। ১৯৫৮ ইংরেজিতে উনার জন্ম ফটিকরায়ে। পিতা রবীন্দ্রনাথ দাস ছিলেন “ডিড রাইটার সর্বজন পরিচিত ব্যক্তিত্ব।

৪ ভাই ও তিন বোনের মধ্যে “মৃদুল কান্তি দাস ছিলেন তৃতীয় সন্তান, তিনি ফটিকরায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে পড়াশোনা করে কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। খেলাধুলায় তিনি ছিলেন পারদর্শী , ফুটবল জগতের তদানীন্তন সময়ে , তিনি ছিলেন উজ্জল নক্ষত্র,১৯৮৬ সাল থেকে ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগ দেন, ১৯৮৮ সালে কংগ্রেস জোট সরকার গঠনের তার অবদান ছিল স্মরণীয়,এরপর ১৯৯৮ থেকেই কংগ্রেস প্রার্থীর প্রতিযোগিতায় অন্যতম মুখ হিসাবে দেখা যেত, ফটিকরায় বিধানসভা কেন্দ্রে, তারপর ২০১৫ সাল থেকে ভারতীয় জনতা পার্টির হয়ে কাজ শুরু করেন, তিনি বিভিন্ন সাংগঠনিক কাজের ফাঁকেও জীবিকার জন্য পিতার পেশা ডিড রাইটারের কাজ বেছে নেন, এবং সুনামের সঙ্গে দীর্ঘ ৪০ বছর ধরে কাজ করেন, পাশাপাশি বিভিন্ন সমাজ সেবামূলক কাজেও তিনি ও তার বন্ধুদের নিয়ে অগ্রনী ভূমিকা পালন করেন।

তার মৃত্যু সংবাদ শুনে তার বাসভবনে উপস্থিত হন এলাকার বিধায়ক তথা মন্ত্রী সুধাংশু দাস ও ও এলাকার সমাজসেবী, ক্লাব কর্মকর্তাগন ও সমাজের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও।

সত্যি তার মত “নোভেল মাইন্ডেড” ব্যক্তি সমাজে বিরল
তার মৃত্যুকে ঘিরে ফটিকরায় এলাকা জুড়ে গভীর শোকের ছায়া নেমে আসে। মৃত্যু কালের স্ত্রী ভাই বোন, অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *