আগরতলা: ড: বি.আর. আম্বেদকর স্বর্ণপদক ও মেধা পুরস্কার দেওয়া হয় প্রতিবছর তপশিলি জাতি কল্যাণ দপ্তরের তরফে। এসসি পড়ুয়া যারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম দশে জায়গা করে নেন তাদের স্বর্ণপদক দেওয়া হয়। এছাড়া ষষ্ঠ থেকে নবম ও মাধ্যমিক,উচ্চ মাধ্যমিকে প্রথম বিভাগে উত্তীর্ণদেও মেধা পুরষ্কার দেওয়া হয়। এবছরের অনুষ্ঠান হয় শনিবার আগরতলা রবীন্দ্র ভবনে।এদিন অনুষ্ঠানে […]