আগরতলা।। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার সভাপতিত্বে আজ রাজ্যের বিভিন্ন সমস্যা ও এর উত্তরণের উপায় নিয়ে টাস্ক মনিটরিং সিস্টেমের এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সচিবালয়ের ভিডিও কনফারেন্স হলে আয়োজিত এই সভায় বিভিন্ন দপ্তরের সচিব, অধিকর্তা সহ ভার্চুয়ালি রাজ্যের ৮টি জেলার জেলাশাসক ও পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন। সভায় মুখ্যমন্ত্রী রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থা, পূর্ত দপ্তরের বিভিন্ন উন্নয়নমূলক কাজ, স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষার পরিকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ এবং আগরতলা শহরে যানজট পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সভায় মুখ্যমন্ত্রী গাঁজা চাষের এলাকা সনাক্তকরণে ড্রোনের ব্যবহার, সাধারণ মানুষের মধ্যে আরক্ষা প্রশাসনের প্রতি সদর্থক ভাবনা তৈরির মতো উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন। এছাড়া আগরতলা শহরে যানজট রোধে গাড়ির মালিকদের গ্যারেজ থাকার মতো অত্যাবশ্যকীয় নির্দেশ দেওয়া যায় কিনা এর উপরও বিবেচনা করতে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেন। এছাড়া অক্সিজেন প্ল্যান্ট ও ভ্যান্টিলেটার ব্যবস্থা সচল রাখার জন্য স্বাস্থ্য দপ্তরকে উদ্যোগ নিতে বলেন মুখ্যমন্ত্রী।
তিনি আরও বলেন, টাস্ক মনিটরিং ব্যবস্থায় যে বিষয় উঠে আসছে সেগুলিকে ভিত্তি করেই আগামীদিনে রাজ্যের উন্নয়নের পরিকল্পনাগুলি করা হবে। টাস্ক মনিটরিং ব্যবস্থার প্রশংসা করে মুখ্যমন্ত্রী নাগরিক সমস্যাগুলি সমাধানে আরও নিবিড়ভাবে কাজ করার জন্য দপ্তরগুলির প্রতি আহ্বান জানান।