আগরতলা: আবারও সাফল্যের মুখ দেখল আগরতলা পশ্চিম থানার পুলিশ। দীর্ঘদিন হারিয়ে যাওয়া মোট ২৭টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।

রবিবার এই সাফল্য নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার (এসপি) নমিত পাঠক। তিনি জানান, সাধারণ মানুষের কাছ থেকে নিখোঁজ মোবাইল সংক্রান্ত একাধিক অভিযোগ জমা পড়েছিল বিভিন্ন সময়ে। সেই সমস্ত অভিযোগকে গুরুত্ব দিয়ে একটি বিশেষ টিম গঠন করা হয়।

আধুনিক প্রযুক্তির সাহায্যে আইএমইআই নম্বরের মাধ্যমে ট্র্যাকিং চালিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই মোবাইলগুলি উদ্ধার করা সম্ভব হয়েছে। এসপি নমিত পাঠক বলেন,“বর্তমানে মোবাইল ফোন মানুষের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। তাই হারিয়ে যাওয়া ফোন উদ্ধার করে সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থা বাড়ানো আমাদের অন্যতম লক্ষ্য।

ভবিষ্যতেও এই ধরনের অভিযান চলবে।”পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া মোবাইলগুলির মধ্যে দামি স্মার্টফোন থেকে শুরু করে সাধারণ অ্যান্ড্রয়েড ফোনও রয়েছে। যাচাই-বাছাই শেষে দ্রুত আসল মালিকদের হাতে ফোনগুলি তুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে। এদিকে মোবাইল ফিরে পাওয়ার খবরে খুশি সাধারণ মানুষ। অনেকেই পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতেও এমন তৎপরতা অব্যাহত রাখার দাবি তুলেছেন।

হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে আগরতলা পশ্চিম থানার এই উদ্যোগ প্রমাণ করল — প্রযুক্তির সদ্ব্যবহার ও আন্তরিক প্রচেষ্টা থাকলে সাধারণ মানুষের পাশে পুলিশ সবসময়ই রয়েছে। এই সাফল্য পুলিশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *