আগরতলা।।বিশালগড় গকুল নগরে!গাড়িটি দুর্ঘটনাগ্রস্ত হয়েছে নাকি পরিকল্পিত আক্রমণের শিকার কেউই বলতে পারছেন না।প্রাতঃ ভ্রমণে বেরিয়ে আতঙ্কিত গোকুলনগর এলাকার জনগণ। আগরতলা সাব্রুম সড়কের পাশে রাস্তারমাথা এলাকায় একটি সুইফট গাড়ি ছিন্নভিন্ন রাস্তার পাশে জঙ্গলে পড়ে রয়েছে।

এলাকাবাসীর সামনের দিকে এগিয়ে দেখতে পায় গাড়িটির সম্পূর্ণ তছনছ হয়ে পড়ে রয়েছে। গাড়িটির নাম্বার প্লেইট টুকরো টুকরো অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।তবে এই গাড়ি গভীর রাতে এমন অবস্থা হয়েছে বলে স্থানীয়দের অভিমত।একাংশ জনগনের অভিযোগ যদি গাড়িটি দুর্ঘটনার কবলে পড়তো তাহলে সামনের অংশটি ভেঙে চুরমার হয়ে যেত কিন্তু দেখা গেলো গাড়িটির পেছনের অংশ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে রয়েছে।দেখলে বুঝা যায় গাড়িটির পেছনদিকে পরিকল্পিত ভাবে আক্রমণ করা হয়েছে। হতাহতের কোন খবর না থাকলেও ঘটনা নিয়ে এলাকার জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

তবে পুলিশের সূত্রে জানাযায় মঙ্গলবার ভোর রাত আনুমানিক তিনটা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে।পুলিশ ঘটনাস্থলে কোন ব্যক্তিকে দেখতে পাননি।তবে এই গাড়িটির মালিক কে, কোথায় থেকে গাড়িটি এসেছে,কেনই বা এই গাড়িটির উপর আক্রমণ তা নিয়ে জনমনে বিভিন্ন প্রশ্ন তৈরি হয়েছে।

তবে একাংশদের অভিমত রাতে নেশা কারবারিরা তাদের নিজেদের মধ্যে নেশার বাণিজ্যকে কেন্দ্র করে এই আক্রমণ সংগঠিত হয়েছে বলে মনে করেন স্থানীয়রা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *