আগরতলা।।রাজভবনে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে রবিবার সকালে উত্তরাখন্ড রাজ্যের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু প্রদীপ প্রজ্জ্বলন করে এই দিবস পালন অনুষ্ঠানের সূচনা করেন।
কেন্দ্রীয় সরকারের এক ভারত শ্রেষ্ঠ ভারত কর্মসূচির অঙ্গ হিসেবে আজ এই দিনটি রাজভবনে পালন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু উত্তরাখন্ডের প্রাকৃতিক সৌন্দর্য্যের কথা তুলে ধরেন। দেশের উন্নতি ও অগ্রগতিতে উত্তরাখন্ড রাজ্যের মানুষের অংশগ্রহণের কথা তুলে ধরে তিনি বিকশিত ভারত গঠনে তাদের এগিয়ে আসার আহ্বান জানান।
এছাড়া বক্তব্য রাখেন গৌরব ছান্ডোলা এবং ভুপেন্দ্র সিং পাংতে। অনুষ্ঠানে রাজ্যপাল ত্রিপুরায় বিভিন্ন ক্ষেত্রে কর্মরত উত্তরাখন্ডবাসীকে সংবর্ধনা জানান। রাজ্যপালের যুগ্ম সচিব রতন ভৌমিক সহ আধিকারিকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
