চড়িলাম ।। ভয়াবহ যান দুর্ঘটনায় মৃত রক্তাক্ত রাজপথ। ঘটনা রবিবার রাত সাড়ে নয়টায় বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত পরিমল চৌমুহনি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে। টি আর ০১বি এফ০২৪৬ নম্বরের সেলেরো গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে টি আর ০১এইচ ২৩৬৮ নম্বরের অ্যাম্বুলেন্স গাড়ির।
ভয়াবহ সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় চড়িলাম গ্রামীণ ব্যাংক সংলগ্ন মধ্যপাড়া এলাকার মুদি ব্যবসায়ী নারায়ণ ভৌমিকের ৭৫ আশঙ্কাজনক ১১ মাসের শিশু আদরিক ভৌমিকের। মারাত্মকভাবে আহত হয় ডলি রানী ভৌমিক সঙ্গীতা ভৌমিক এবং পিন্টু ভৌমিক।। তারা একই পরিবারের। তারা উদয়পুর কাকড়াবন থেকে নিজস্ব গাড়ি নিয়ে বাড়ি ফেরার পথে পরিমল চৌমুহনি ব্রিজ এলাকায় জাতীয় সড়কে এম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। বিকট শব্দে এলাকার মানুষ ঘটনাস্থলে ছুটে আসে খবর দেওয়া হয় বিশ্রামগঞ্জ দমকল বাহিনীকে। খবর পেয়ে বিশ্রামগঞ্জ দমকল বাহিনী ঘটনাস্থলে ছুটে আসে এবং আহতদের নিয়ে যাওয়া হয় বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে তাদের সবাইকে রেফার করে দেওয়া হয় আগরতলা জিবিপি হাসপাতালে।
আগরতলা জিবিপি হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়ে ১১ মাসের শিশু আদরিক ভৌমিক। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিশ্রামগঞ্জ থানার পুলিশ। বিশ্রামগঞ্জ থানার ওসি সুবিমল দেবনাথ আহতদের অ্যাম্বুলেন্সে তুলে দিয়ে দুর্ঘটনা স্থলে গিয়ে জাতীয় সড়ক থেকে এম্বুলেন্স এবং সেলেরো গাড়িটিকে ড্রজার দিয়ে টেনে বিশ্রামগঞ্জ থানায় নিয়ে গেলে যানজট মুক্ত হয় জাতীয় সড়ক।
ভয়াবহ এই যান দুর্ঘটনায় রক্তাক্ত হয়ে যায় রাজপথ। একই পরিবারের দুই সদস্যের মৃত্যুতে শোকস্তব্ধ চড়িলাম গ্রামীণ ব্যাংক সংলগ্ন মধ্যপাড়া এলাকা। খবর পেয়ে গোটা গ্রামের মানুষ ছুটে আসে তাদের বাড়ির সামনে।