আগরতলা : একগুচ্ছ সামাজিক কর্মসূচির মধ্য দিয়ে ৬৯ তম প্রতিষ্ঠা দিবস পালন করল কৌরবস ক্লাব। শনিবার সকালে ক্লাব প্রাঙ্গনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।
এদিন সকালে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন আগরতলা পুরো নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কর্পোরেটর শম্পা সরকার চৌধুরী, কর্পোরেটর অভিজিৎ মল্লিক, কর্পোরেটর অলোক রায়, বিশিষ্ট সমাজসেবি অসীম ভট্টাচার্য সহ ক্লাব সম্পাদক রাজেশ দে প্রমুখ। এদিন ক্লাবের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। পাশাপাশি এলাকার দুস্থ জনগণের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়।
ডেপুটি মেয়র সংবাদ মাধ্যমকে সম্বোধন করতে গিয়ে ক্লাব কতৃপক্ষের উদ্যোগে আয়োজিত সামাজিক বিভিন্ন কর্মসূচির ভুয়সী প্রশংসা করেন। একইসাথে রক্তদানের মতো মহতী উদ্যোগ আগামী দিনেও অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। সংবাদ মাধ্যমের সামনে এদিনের কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন ক্লাব সম্পাদক রাজেশ দে। তিনি জানান কৌরবস ক্লাব বরাবরই সামাজিক কর্মকাণ্ডের সাথে নিজেদের জড়িত রাখে সারা বছর। ক্লাবের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একগুচ্ছ কর্মসূচি গ্রহণ করা হয় প্রতিবছর।
যার অঙ্গ হিসেবে এদিন মেগা রক্তদান এর পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। এছাড়াও প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে পাঁচদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে ক্লাব কতৃপক্ষ।
