আগরতলা।।নাগেরজলায় বাস ও অটো চালকদের মধ্যে বিভিন্ন সমস্যা নিয়ে বুধবার সকালে উত্তেজনা বিরাজ করে। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলে। এর পরিণতিতে বন্ধ হয়ে পড়ে বাস ও অটো চলাচল। ফলে চরম দুর্ভোগের শিকার হন যাত্রীরা।
অভিযোগ, বাস চালকরা আটো চালকদের জায়গা না ছাড়ার কারণে তারা যাত্রী নিয়ে বের হতে পারেন না। বাস চালকরা নাগের জলা থেকে বের হওয়ার রাস্তায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকেন। এদিকে বাস চালকরাও আটো চালকদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেন। দীর্ঘক্ষণ চলতে থাকে তাদের এই ঝামেলা। উভয় পক্ষই বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে।
জানা গিয়েছে নাগেরজলায় বাস ও আটো চালকদের মধ্যে এই সমস্যা দীর্ঘদিনের। এদিকে যাত্রীরা মারাত্মক সমস্যায় পড়েন। নির্দিষ্ট সময়ে তারা গন্তব্যে পৌঁছতে পারেননি। শেষপর্যন্ত মোটর শ্রমিক নেতৃত্ব ছুটে এসে কথা বলেন উভয় পক্ষের সঙ্গে। এর পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
