আগরতলা : ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে ৮.৩ শতাংশ কম অপরাধ সংগঠিত হয়েছে ত্রিপুরায়। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে এমনই তথ্য দিলেন পুলিশ মহা নির্দেশক অনুরাগ ধ্যানকর। এদিন দুপুর নাগাদ পুলিশ মহা নির্দেশকের কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ২০২৫ সালের অপরাধ সংঘটিত হওয়ার বিষয়ে বিস্তারিত তথ্য সংবাদমাধ্যমের সামনে তুলে ধরেন পুলিশ মহা নির্দেশক।
তিনি জানান ২০২৫ সালে ৩৬৯৮ টি অপরাধ লিপিবদ্ধ হয়েছে। যা ২০২৪ সালের তুলনায় ৮.৩ শতাংশ কম। ২০২৪ সালে ৪০৩৩ টি অপরাধ সংগঠিত হয়েছিল। বিস্তারিত তথ্য দিতে গিয়ে পুলিশ মহা নির্দেশক জানান চুরি ছিনতাই এর মত অপরাধে ১৬.৪ শতাংশ, খুনের মতো নৃশংস অপরাধে ১৮.১০ শতাংশ, শারীরিক নিগ্রহ ও নির্যাতনের মত ঘটনায় ১৪.২৩ শতাংশ, মহিলা নির্যাতন জনিত ঘটনায় ৮.১৪ শতাংশ, দুর্ঘটনা জনিত ঘটনায় ৮. ৮২ শতাংশ কমেছে অপরাধ।পরিসংখ্যান বলছে—আইন-শৃঙ্খলায় উন্নতি।
কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে—অপরাধ কমেছে, না কি অভিযোগ নথিভুক্ত হওয়ার প্রবণতা কমেছে?রাজ্যের সাম্প্রতিক একের পর এক হিংসা, নারী নির্যাতন ও রাজনৈতিক সংঘর্ষের ঘটনার সঙ্গে এই পরিসংখ্যান কতটা সামঞ্জস্যপূর্ণ? বিশ্লেষকদের মতে, পুলিশিংয়ে সক্রিয়তা বেড়েছে—এটা স্বীকার্য। তবে অপরাধ নিয়ন্ত্রণের সাফল্য শুধু সংখ্যায় নয়, নিরাপত্তার অনুভূতিতে মাপা হয়।
পরিসংখ্যান আশাব্যঞ্জক—কিন্তু মাঠের বাস্তবতা কি সেই একই ছবি দেখাচ্ছে? সেই প্রশ্নের উত্তরই ঠিক করবে—ত্রিপুরায় অপরাধ সত্যিই কমছে, না কি শুধু খাতায় কলমে।
