আগরতলা।।জনজাতি ও বাঙালিদের মিশ্র সংস্কৃতিতেই বিকশিত ত্রিপুরা গড়া সম্ভব। সব জাতিকে একসঙ্গে থাকতে হবে। সব জাতির লোক একসঙ্গে বসবাস করলেই বিকশিত ত্রিপুরা গড়া সম্ভব। বললেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা।

জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে শনিবার আগরতলায় সুপারি বাগানস্থিত দশরথ দেব স্মৃতি ভবনে জনজাতি গৌরব বর্ষ উপলক্ষে এক অনুষ্ঠান হয়। সেখানে এই কথাগুলি বলেন অনুষ্ঠানের উদ্বোধক মন্ত্রী বিকাশ দেববর্মা। এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে জনজাতিদের মধ্যে ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র, পরম্পরাগত অলংকার পোশাক বিতরণ করা হয়। অনুষ্ঠানে মন্ত্রী বিকাশ দেববর্মা ছাড়াও ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের সচিব কে শশিকুমার সহ অন্যানরা। এই দিন মোট ৮৫ টি দল কে ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র বিতরন করা হয়। মন্ত্রী তার বক্তব্যে জনজাতি ও বাঙালিদের মধ্যে মিশ্র সংস্কৃতি ও ঐক্যের উপর গুরুত্ব দেন। তিনি আরো বলেন, আগের সরকার জনজাতিদের কথা ভাবেনি। বর্তমান সরকার জনজাতিদের কথা ভেবে তাদের উন্নয়নের জন্যে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে।

জানজাতিদের হারিয়ে যাওয়া সংস্কৃতি পুনরায় তুলে ধরতেই এই উদ্যোগ বলে জানান তিনি। অনুষ্ঠানঘিরে উপস্থিত জনজাতি অংশের লোকেদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *