আগরতলা : কৃষ্ণনগর এলাকা থেকে সংঘটিত একটি বড়সড় চুরির ঘটনার পর দ্রুত সাফল্য পেল পশ্চিম আগরতলা থানার পুলিশ। চুরি যাওয়া মোট ৭ লক্ষ ২০ হাজার টাকার মধ্যে ৬ লক্ষ ৮০ হাজার টাকা নগদ অর্থ ও একটি মূল্যবান ঘড়ি উদ্ধার করা হয়েছে।
এই ঘটনায় অমল অধিকারী নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার পশ্চিম থানায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এডিশনাল এসপি ধ্রুবনাথ ঘটনার বিস্তারিত বিবরণ তুলে ধরেন। তিনি জানান, সম্প্রতি কৃষ্ণনগর এলাকায় এক ব্যক্তির বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ চুরি হয়। অভিযোগ পাওয়ার পরই পশ্চিম থানার পুলিশ একটি বিশেষ তদন্তকারী দল গঠন করে এবং ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। তদন্তের ভিত্তিতে পুলিশ গোপন সূত্রে খবর পায় যে, অমল অধিকারী এই চুরির সঙ্গে যুক্ত। এরপর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত চুরির কথা স্বীকার করে এবং তার হেফাজত থেকে ৬ লক্ষ ৮০ হাজার টাকা নগদ ও একটি ঘড়ি উদ্ধার করা সম্ভব হয়। এডিশনাল এসপি আরও জানান, চুরি যাওয়া বাকি অর্থ কোথায় রয়েছে এবং এই ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।
অভিযুক্তকে আদালতে তোলা হবে এবং পুলিশ রিমান্ড চাওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও পুলিশের দ্রুত পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
