আগরতলা।।চুরি যাওয়া ও হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলো পশ্চিম আগরতলা থানার পুলিশ। মোট ২৮টি মোবাইল উদ্ধার করে পুলিশ।
শুক্রবার মোবাইলগুলির প্রকৃত মালিকদের থানায় ডেকে আনা হয়। পুলিশ আধিকারিকরা তাদের হাতে মোবাইল তুলে দেন। উপস্থিত ছিলেন পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠক, থানার ওসি রানা চ্যাটার্জি সহ অন্যান্য আধিকারিকরা। চুরি যাওয়া কিংবা হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে খুশি প্রকৃত মালিকরা। ইদানিং বেশ কিছু ক্ষেত্রে পুলিশ তাদের সাফল্য সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরছে।
কিন্তু দেখা যাচ্ছে পুলিশের সাফল্যের হার বাড়লেও চুরির ঘটনায় কোনো রকম খামতি নেই। প্রায় প্রতিদিন কোথাও না কোথাও চুরির ঘটনা ঘটছে। ফলে স্বাভাবিক ভাবেই শহরবাসীর মধ্যে চুরি ছিনতাই এর ঘটনায় আতঙ্ক বিরাজ করছে।