আগরতলা:শহরের উপকণ্ঠে শনিবার রাতে বাবুল চৌমুহনী পশ্চিম দুর্গাপুরে নৃশংস ভাবে খুন হয় সুব্রত চৌধুরী নামে এক ব্যক্তি। অভিযুক্ত রাষ্ট্রবাদী নারী নেত্রী ছেলে সহ চারজন। তার মতে শঙ্কু চৌধুরী নামে এক অভিযুক্ত কে আটক করতে সক্ষম হয় আমতলী থানা পুলিশ।

রবিবার তাকে পাঁচদিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হবে বলে জানান আমতলী থানার ওসি পরিতোষ দাস। জানা যায় বাড়ির সামনেই নৃশংসভাবে খুন হন ৫৫ বছরের এক ব্যক্তি। তার গলা কেটে খুন করা হয়েছে। কুলের মূল অভিযোগ স্থানীয় পঞ্চায়েত মেম্বার ভুলন সাহার বিরুদ্ধে।ভুলন বছর আগেও নাকি হত্যার চেষ্টা করেছিল সুব্রত চৌধুরীকে। অভিযুক্তরা মিন্টু চক্রবর্তী, শঙ্কু চক্রবর্তী, প্রিয়তোষ সরকার সহ আরো একজনের বিরুদ্ধে। শনিবার আদালতে একটি মামলায় সাক্ষ্য দিয়ে বাড়ি ফিরছিলেন সুব্রত চৌধুরী।

তাকে বাড়ির সামনেই টাক্কাল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এলাকাবাসীরাও স্থানীয় এক রাষ্ট্রবাদী নেত্রীর ছেলে মিন্টু ছাড়াও শঙ্কু এবং প্রিয়তু সহ আরো একজনকে পালিয়ে যেতে দেখেছেন। ঘটনার খবর পেয়ে এই আমতলী থানা থেকে বিশাল পুলিশ বাহিনী সহ ছুটে যান আম তুলে এস ডি পি ও পারমিতা পান্ডে এবং থানার ওসি পরিতোষ দাস। ফরেন শিক টিমএবং ডগ স্কোয়াড নিয়ে মৃত সুব্রতর পাশেই তার বাইকটি উদ্ধার হয়েছে। কার পাশাপাশি কোন কাণ্ডে ব্যবহৃত টাকালটিও উদ্ধার করা হয়েছে।

এছাড়াও ওসি জানান, নিহত সুব্রত চক্রবর্তী এর ভাই এই খুন কাণ্ডের বিষয়ে আমতলী থানায় একটি মামলা দায়ের করেন । এই মোতাবেক খুন কান্ডের আইন অনুযায়ী বিভিন্ন ধারা নিয়ে পুলিশ তদন্তে নেমেছে। বাকি অভিযুক্তদেরও পুলিশ জালে তোলার জন্য তল্লাশি জারি রেখেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *