আগরতলা: একটা সময় সমবায় দপ্তরকে অঘোষিত রাজনৈতিক অফিসে পরিণত করা হয়েছিল। বর্তমান সমবায় দপ্তর মূলস্রোতে ফিরে এসেছে।

মঙ্গলবার এক অনুষ্ঠানে একথা বললেন সমবায়মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া।মঙ্গলবার মার্কফেডের ৬৯ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রাজধানীর বাধারঘাটস্থিত মার্কফেডের কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই রক্তদান শিবির। শিবিরে এইদিন বহু রক্তদাতা স্বেচ্ছায় উৎসাহের সাথে রক্তদান করে। সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া জানান পূর্বে কোন দিন মার্কফেডের প্রতিষ্ঠা দিবস পালন করা হয় নি।

রক্তদান শিবিরে সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া ছাড়াও মার্কফেডের চেয়ারম্যান অভিজিৎ দেব সহ অন্যান্যরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *