Posted inরাজ্য

সমবায়মন্ত্রীর উপস্থিতিতে রক্তদান শিবির মার্কফেডের তরফে

আগরতলা: একটা সময় সমবায় দপ্তরকে অঘোষিত রাজনৈতিক অফিসে পরিণত করা হয়েছিল। বর্তমান সমবায় দপ্তর মূলস্রোতে ফিরে এসেছে। মঙ্গলবার এক অনুষ্ঠানে একথা বললেন সমবায়মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া।মঙ্গলবার মার্কফেডের ৬৯ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রাজধানীর বাধারঘাটস্থিত মার্কফেডের কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই রক্তদান শিবির। শিবিরে এইদিন বহু রক্তদাতা স্বেচ্ছায় উৎসাহের সাথে রক্তদান করে। সমবায় […]