আগরতলা: বুধবার আগরতলার বনমালীপুর স্থিত রামঠাকুর সেবা মন্দিরে সুবর্ণ জয়ন্তী প্রতিষ্ঠা বার্ষিক উৎসব উপলক্ষে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রামঠাকুর সেবা মন্দিরের সাধারণ সম্পাদক স্বপন কুমার বনিক সহ মন্দির পরিচালন কমিটির অন্যান্য সদস্যরা।
সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে সাধারণ সম্পাদক স্বপন কুমার বনিক জানান, আগামী ৯ জানুয়ারি থেকে সুবর্ণ জয়ন্তী উৎসবের সূচনা হবে। এই উপলক্ষে ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। তিনি আরও জানান, ১০ জানুয়ারি এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে, যেখানে ভক্ত ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি সমাজকল্যাণমূলক উদ্যোগের অংশ হিসেবে রক্তদান শিবিরের মতো সামাজিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এছাড়াও উৎসব চলাকালীন ভক্তদের জন্য মহাপ্রসাদ বিতরণের ব্যবস্থাও রাখা হয়েছে বলে জানান তিনি। সাংবাদিক সম্মেলনে উপস্থিত মন্দির কমিটির সদস্যরা বলেন, এই সুবর্ণ জয়ন্তী উৎসব শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং সামাজিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের বার্তা বহন করবে।
