আগরতলা।।রাজ্য সরকার আগেই ঘোষণা দিয়েছে চলতি অক্টোবর মাসে প্রতি রেশনকার্ড পিছু ২ কেজি ময়দা, ১ কেজি চিনি, ৫০০ গ্রাম সুজি বিনামূল্যে দেওয়া হবে।
গৃহীত সিদ্ধান্তক্রমে খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের তরফ থেকে বুধবার দুপুরে একটি অনুষ্ঠানে মিলন চক্র এলাকার ন্যায্য মূল্যের দোকান নং ১৪৮ – এর অন্তর্গত রেশন কার্ডধারী ভোক্তাদের হাতে এই সামগ্রীগুলি তুলে দেওয়া হয়। সম্পূর্ণ বিনামূল্যে রেশন কার্ড প্রতি ২ কেজি ময়দা, ১ কেজি চিনি ও ৫০০ গ্রাম সুজি দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিধায়িকা মীনা রানী সরকার খাদ্য দপ্তরের অধিকর্তা সুমিত লোধ, সদর মহকুমা শাসক মানিক লাল দাস সহ অন্যান্যরা।
গ্রাহকরা এই উৎসবের মরসুমে বিনা মূল্যে সুজি , ময়দা , চিনি পেয়ে বেশ খুশি। সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তারা। রাজ্যের প্রতিটি রেশনশপে গ্রাহকদের এই সুযোগ দেওয়া হচ্ছে।