আগরতলা :প্রসেনজিৎ সরকারের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ধর্মনগর থানায় শ্রমিক মনিটরিং সেলের নেতৃত্ব!ডেলিভারি কর্মী প্রসেনজিৎ সরকারের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সোমবার ধর্মনগরে এসে ধর্মনগর থানার অফিসার ইনচার্জ মীনা দেববর্মার সঙ্গে সাক্ষাৎ করেন ত্রিপুরা রাজ্য মজদুর মনিটরিং সেলের নেতৃত্ব।
ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের পাশাপাশি দোষীদের বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সেলের রাজ্য সভাপতি বিপ্লব কর,সম্পাদিকা সেবিকা চৌধুরী,মিঠুন দে,সুমন দে,অজিত দাস-সহ সেলের অন্যান্য সদস্যরা।উল্লেখ্য,রবিবার ধর্মনগর মহকুমার কামেশ্বর পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তথা ব্লু ডার্টের ডেলিভারি কর্মী প্রসেনজিৎ সরকারের অস্বাভাবিক মৃত্যুর ঘটনাটি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পরই ত্রিপুরা রাজ্য মজদুর মনিটরিং সেলের নেতৃত্ব সোমবার সন্ধ্যায় আগরতলা থেকে ধর্মনগরে ছুটে আসেন।
ধর্মনগরে পৌঁছে তাঁরা ধর্মনগর থানার অফিসার ইনচার্জের সঙ্গে দেখা করে ঘটনার বিস্তারিত তথ্য নেন এবং দোষীদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের দাবি তোলেন।সাংবাদিক দের মুখোমুখি হয়ে সেলের রাজ্য সভাপতি বিপ্লব কর বলেন, শনিবার যেভাবে প্রসেনজিৎ সরকারের উপর আক্রমণ চালানো হয় এবং সেই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়, তা চরম নিন্দনীয়।
ভুল স্বীকার করার পরও তাঁর উপর হামলা চালানো আইনকে নিজের হাতে তুলে নেওয়ার শামিল। এই ঘটনার সঙ্গে জড়িত সকলের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।
