আগরতলা : আগরতলা শহরের প্রভুবাড়ী এলাকায় পুকুর ভরাটকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, ঐ পুকুরটি বেআইনি ভাবে ভরাটের চেষ্টা চলছে এবং বিষয়টি নিয়ে একাধিকবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও যথাযথ পদক্ষেপ নেওয়া হয়নি।

অবশেষে অভিযোগকারীরা সরাসরি মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহার কাছে লিখিত আবেদন জমা করলে কার্যত নড়েচড়ে বসে প্রশাসন। মুখ্যমন্ত্রীর দপ্তর সূত্রে জানা যায়, অভিযোগ পাওয়ার পরই বিষয়টি তদন্তের নির্দেশ দেওয়া হয়। সেই অনুসারে সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কর্পোরেটর রত্না দত্ত, নিগমের ইঞ্জিনিয়ারিং শাখার আধিকারিক এবং পরিদর্শন টিমের অন্যান্য সদস্যরা।

পরিদর্শন শেষে মেয়র দীপক মজুমদার জানান, পুকুর ভরাটের অভিযোগ অত্যন্ত গুরুতর। এভাবে জলাধার ভরাট করা সম্পূর্ণ বেআইনি এবং পরিবেশগত দিক থেকেও ক্ষতিকর। তিনি বলেন, “পৌর নিগম বিষয়টি গুরুত্বসহকারে দেখছে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে সংশ্লিষ্ট পক্ষকে নোটিশ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

আইন ভঙ্গ করা হলে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” রাজ্যজুড়ে জলাধার রক্ষার প্রশ্নে সরকারের কঠোর অবস্থান ফের একবার সামনে এসেছে। বিশেষজ্ঞদের মতে, শহরে বৃষ্টির জল নিষ্কাশন, পরিবেশের ভারসাম্য এবং ভূগর্ভস্থ জলের স্তর বজায় রাখতে পুকুর ও জলাশয় সংরক্ষণ অত্যন্ত জরুরি। কিন্তু গত কয়েক বছরে দ্রুত নগরায়নের ফলে আগরতলার বিভিন্ন এলাকায় জলাশয় দখল ও ভরাটের অভিযোগ ক্রমাগত বাড়ছে।

স্থানীয়দের দাবি, পুকুরটি বহুদিন ধরে এলাকার জলধারণের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস। বেআইনিভাবে ভরাট করা হলে বর্ষায় জলজট, নিকাশি সমস্যা এবং পরিবেশগত ক্ষতির আশঙ্কা রয়েছে। তারা আশা করছেন, প্রশাসনের এই দ্রুত পদক্ষেপ ভবিষ্যতে জলাশয় দখল রোধে দৃষ্টান্ত সৃষ্টি করবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *