আগরতলা।।রাজ্য সরকারের মৎস্য দপ্তর, প্রাণি সম্পদ বিকাশ দপ্তর এবং তফসিলি জাতি কল্যাণ দপ্তরের পশ্চিম জেলা ভিত্তিক কাজকর্মের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হলো মঙ্গলবার। এই বৈঠকের পৌরহিত্য করেন এই দপ্তর গুলির মন্ত্রী সুধাংশু দাস।
পশ্চিম জেলার জেলাশাসকের অফিসের কনফারেন্স হলে আয়োজিত এই পর্যালোচনা বৈঠকে মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জিলার ভারপ্রাপ্ত জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল, দুই বিধায়িকা অন্তরা দেব সরকার এবং মীনা রানী সরকার এবং পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডা বিশাল কুমারসহ তিন দপ্তরের আধিকারিকরা। দপ্তর গুলির জেলা স্তরের আধিকারিকরা ২০২৪-২৫ অর্থবছরে কি কি কাজ হয়েছে, ২০২৫-২৬ অর্থবছরে কি কি কাজ করা হবে এই বিষয়গুলো নিয়ে পর্যালোচনা করেন। পর্যালোচনা বৈঠকের বিষয়ে সংবাদ মাধ্যমকে বলেন, এই জেলায় তিনটি দপ্তরে কি কি কাজ হয়েছে ও কি কি কাজ করা হবে তা নিয়ে আলোচনা করা হয়।
প্রসঙ্গত মন্ত্রী সুধাংশু দাস বিভিন্ন জেলায় এবং রাজ্যস্তরে নিয়মিত পর্যালোচনা বৈঠক করেন। দপ্তরের কাজকর্মের কতটা অগ্রগতি হয়েছে এবং আগামী দিনের পরিকল্পনা বাস্তবায়নের লক্ষেই এই ধরণের পর্যালোচনা বৈঠক করেন তিনি।