আগরতলা।।মাছ চাষে সয়ম্ভরতার লক্ষ্যে পরিত্যক্ত জলাশয়গুলিতে মাছ চাষের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। সেই উদ্যোগকে বাস্তবায়িত করতে ইতিমধ্যে কাজ শুরু হয়ে গিয়েছে। সরকার চাইছে রাজ্যকে মৎস্য উৎপাদনে স্বয়ম্ভর করতে । মাছ চাষের জন্য জলাশয় গুলিকে উপযুক্ত করার জন্য মৎস্যদপ্তর বিভিন্ন জায়গা পরিদর্শন করছে।

তারই অঙ্গ হিসাবে শনিবার আগরতলা পুর নিগমের ৩৭ নং ওয়ার্ডের আইলমারা টিলাস্থিত পরিত্যক্ত জলাশয় দেখতে গেলেন মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, মেয়র দীপক মজুমদার, এলাকার বিধায়িকা মিনা রানী সরকার সহ অন্যান্যরা। এই এলাকায় একটি বিশাল জলাশয় পরিত্যক্ত অবস্থায় রয়েছে দীর্ঘদিন ধরে। রামনগর এবং বাঁধারঘাট বিধানসভা কেন্দ্রের মধ্যবর্তী এলাকা এটি। এদিন এক প্রতিক্রিয়ায় মন্ত্রী সুধাংশু দাস বলেন মাছ চাষে সয়ম্ভরতার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

সরকারের অধীন যেসব পরিত্যক্ত জলাশয় রয়েছে সেগুলি বাছাই করা হচ্ছে। যাতে করে মাছ চায়ের উপযোগী করে তোলা যায়। পরবর্তী সময়ে সেগুলিতে মাছ চাষ করা হবে। তাই পুর নিগমের ৩৭ নং ওয়ার্ডের আইলমারা টিলা পরিত্যক্ত জলাশয়টি পরিদর্শনে আসা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *