কুমারঘাট, ১৯ ডিসেম্বর:দুই সন্তানের পিতা তথা ব্যবসায়ী লিটন ওরফে সমীরন পাল কে পিষে মারলো দুটি গাড়ি। পাবিয়া ছড়া বাজারের কাপড় ব্যবসায়ী তিনি। এদিন বাইক নিয়ে বেত ছড়ার ব্যাংকের উদ্দেশ্যে যাচ্ছিলেন সমীরন পাল।

বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঠিক তখনই পেছনের একটি গাড়ির চাকার নিচে চলে যায় কাপড় ব্যবসায়ী লিটন ওরফে সমীরন পাল। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার বিবরনে জানা যায়, অন্যান্য দিনের মতোই এদিনও সমীরন পাল তার মেয়েকে স্কুল থেকে এনে বেত ছড়া বাজারে একটি দোকানে দাঁড় করিয়ে যায়। তখন মেয়েকে বলে যায় আমি বেত ছড়া ব্যাংকে যাচ্ছি কিছুক্ষণের মধ্যেই চলে আসব। কিন্তু আর পিতা মেয়ের সামনে জীবন্ত অবস্থায় ফিরতে পারল না।

ঘাতক দুটি গাড়ি তাকে পিষে মারলো।সমীরন পালের একটি ছোট্ট ছেলে সন্তান স্ত্রী সহ পরিবারের অন্যান্য সদস্যরা রয়েছেন। গাড়ির চাকার নিচ থেকে সমীরন পাল কে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

সেখানেই তাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। এমন মর্মান্তিক মৃত্যুতে ওই ব্যবসায়ীর পরিবার- পরিজন সহ গোটা পাবিয়া ছড়ার ব্যবসায়ী মহলে ব্যাপক শোকের ছায়া নেমে আসে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *