আগরতলা।।গণতন্ত্রের একটি স্তম্ভ হচ্ছে ত্রিস্তর পঞ্চায়েত। এর ভীত শক্তিশালী হতে হবে।সরকারের প্রকল্পগুলি পঞ্চায়েত স্তরে সঠিক ভাবে বাস্তবায়ন হতে হবে। রাজ্যকে সমৃদ্ধ করার ক্ষেত্রে ত্রিস্তর পঞ্চায়েতের গুরুত্ব উল্লেখ করতে গিয়ে এই কথাগুলি বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।
রাজ্যকে শক্তিশালী করতে ও বিভিন্ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে ত্রিস্তর পঞ্চায়েতের গুরুত্ব কতটা তা নিয়ে বিস্তারিত আলোচনা করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি বলেন, গ্রামীণ সরকারি ব্যবস্থা শক্তিশালী হলে রাজ্য শক্তিশালী হবে। গণতন্ত্রের জন্যে একটি স্তম্ভ হচ্ছে ত্রিস্তর পঞ্চায়েত। এর ভীত শক্তিশালী হতে হবে। মুখ্যমন্ত্রী আরো বলেন, সরকারের প্রকল্পগুলি পঞ্চায়েতস্তরে সঠিক ভাবে বাস্তবায়ন করতে হবে। কাজ করতে হবে স্বচ্চতার সঙ্গে। তিনি আহ্বান জানান বিজেপি সরকারের প্রতিনিধি হয়ে পঞ্চায়েতকে শক্তিশালী করুন। রাষ্ট্রবাদী চিন্তাভাবনা নিয়ে কাজ করতে হবে। প্রতিটা ঘরে সুশাসন পৌঁছে দিতে ও বেনিফিশিয়ারি স্কিম গুলির সুবিধা মানুষ যেন ঠিক ভাবে পান তার জন্যে ত্রিস্তর পঞ্চায়েতের প্রতিনিধিদের নজর রাখতে বলেন।
সোমবার এ ডি নগরস্থিত স্টেট পঞ্চায়েত রিসোর্স সেন্টারে পঞ্চায়েতরাজ ক্যাপাসিটি বিল্ডিং এর উপর এক অনুষ্ঠান হয়। সেখানে বক্তব্য রাখতেগিয়ে এই কথাগুলি বলেন মুখ্যমন্ত্রী। এদিনের এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও ছিলেন পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন সহ পঞ্চায়েত দপ্তরের আধিকারিকরা ।
পঞ্চায়েত সমিতি ও জিলা পরিষদের সদস্যদের নিয়ে এদিনের এই অনুষ্ঠান হয়। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জিলা পরিষদে কি ভাবে কাজ করতে হবে, ত্রিস্তর পঞ্চায়েত সদস্যদের কি করা উচিত এই সমস্ত বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। দুই দিনব্যাপী চলবে এই প্রশিক্ষণ শিবির।