আগরতলা।।ত্রিপুরা ন্যায্য মূল্য দোকান পরিচালন সমিতির সদর এএমসি কমিটির অষ্টম ত্রি বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয় সুকান্ত একাডেমি হলে।

এখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ ন্যায্য মূল্যের দোকান পরিচালন সমিতির কর্মকর্তারা। অনুষ্ঠানে উপস্থিত থেকে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, যেকোনো কাজ বা দাবি-দাওয়া পূরণ করতে গেলে সকলে একত্রিত ভাবে কাজ করলে তা অবশ্যই পূরণের দিকে এগিয়ে যাবে। আর যদি কোন কাজ করার ক্ষেত্রে নিজেদের মধ্যে বিবাদ তৈরি হয় তাহলে সেই কাজ সম্পন্ন করার ক্ষেত্রে নানা ধরনের বাধা-বিপত্তি আসতে থাকবে।।

তাই সকলকে একত্রিত হয়ে কাজ করার আহ্বান রাখেন তিনি। তাছাড়া তিনি আশাবাদী এই সম্মেলনের পর থেকে প্রত্যেকে একত্রিতভাবে কাজ করে চলবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *