আগরতলা : সোমবার আগরতলা পৌর নিগমের কনফারেন্স হলে কর্পোরেটরদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়। শহরের সামগ্রিক উন্নয়ন, নাগরিক পরিষেবা এবং চলতি বিভিন্ন নগর উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করাই ছিল এই বৈঠকের মূল উদ্দেশ্য।

এই বৈঠকে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ নিগমের অন্যান্য জনপ্রতিনিধি ও আধিকারিকরা। বৈঠকে শহরের যানজট সমস্যা, সড়ক সংস্কার, নিকাশি ব্যবস্থা, আবর্জনা পরিষ্কার, পানীয় জল সরবরাহ এবং বিভিন্ন ওয়ার্ডে চলমান উন্নয়নমূলক কাজ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মেয়র দীপক মজুমদার বৈঠকে বলেন, “আগরতলাকে একটি আধুনিক ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে হলে সকল কর্পোরেটরদের সমন্বয়ে কাজ করতে হবে।

সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যাগুলোকে অগ্রাধিকার দিয়ে দ্রুত সমাধানের দিকেই আমরা এগোচ্ছি।” ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত বলেন, নাগরিক পরিষেবা আরও উন্নত করতে কর্পোরেশন প্রতিনিয়ত কাজ করছে এবং মাঠ পর্যায়ে সমস্যা চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার উপর জোর দেওয়া হচ্ছে।

বৈঠকে বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটররা নিজ নিজ এলাকার সমস্যা ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন এবং সেগুলি দ্রুত বাস্তবায়নের জন্য নিগমের কাছে দাবি জানান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *