আগরতলা: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার রাজ্যে কর্মরত মহিলা সাংবাদিকদের সম্মাননা প্রদান করে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন। আগরতলা প্রেসক্লাবের কনফারেন্স হল-এ প্রথমবারের মতো “অনন্যা সংবাদ যোদ্ধা” সম্মাননা প্রদান করা হয়েছে রাজ্যে কর্মরত ৭০ জন মহিলা সাংবাদিককে। এছাড়াও কাজের নিরিখে মহিলা সাংবাদিক রেশমি দেবনাথকে প্রদান করা হয়েছে “শক্তিরূপা সম্মাননা”।

২০টি মিডিয়া হাউসে একটি করে “ব্লেজার” প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে পশ্চিম ত্রিপুরা জেলার অতিরিক্ত ট্রাফিক সুপার সুধাম্বিকা আর (আইপিএস), শ্যামসুন্দর কোং জুয়েলার্স-এর ডিরেক্টর অর্পিতা সাহা, সমাজসেবী তথা প্রাক্তন সাংবাদিক ফুলন ভট্টাচার্য উপস্থিত ছিলেন। ‌ সভাপতিত্ব ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সভাপতি প্রণব সরকার।

অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে এডভাইসর সৈয়দ সাজ্জাদ আলী, সেক্রেটারি জেনারেল অলক ঘোষ, সম্পাদক সৌরজিৎ পাল, যুগ্ম সম্পাদক অভিষেক দে সহ সকল সদস্য-সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *