আগরতলা: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার রাজ্যে কর্মরত মহিলা সাংবাদিকদের সম্মাননা প্রদান করে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন। আগরতলা প্রেসক্লাবের কনফারেন্স হল-এ প্রথমবারের মতো “অনন্যা সংবাদ যোদ্ধা” সম্মাননা প্রদান করা হয়েছে রাজ্যে কর্মরত ৭০ জন মহিলা সাংবাদিককে। এছাড়াও কাজের নিরিখে মহিলা সাংবাদিক রেশমি দেবনাথকে প্রদান করা হয়েছে “শক্তিরূপা সম্মাননা”। ২০টি মিডিয়া হাউসে একটি করে “ব্লেজার” প্রদান করা […]