আগরতলা: পরিবেশবান্ধব ও দূষণমুক্ত দিওয়ালি উদযাপনের লক্ষ্যে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও সাইদীপ ওয়েলফেয়ার সোসাইটি এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো গ্রীন দিওয়ালি সচেতনতা কর্মসূচি।

এই বছরের থিম ছিল — আত্মনির্ভর ভারতের পরিচয় – সবুজ ও পরিষ্কার দিওয়ালি অভিযান। এই কর্মসূচি ব্রুহাপাড়া রিসেটেলমেন্ট ক্যাম্প ও আমবাসা শহরে আয়োজিত হয়। প্রায় ২০০ জন মানুষ এই সচেতনতামূলক অনুষ্ঠানে অংশ নেন। তাদের মধ্যে স্কুল শিক্ষার্থী, স্বনির্ভর গোষ্ঠীর মহিলা, ক্লাব ও স্থানীয় বাসিন্দারা ছিলেন ।

অনুষ্ঠানের উদ্বোধনে উপস্থিত ছিলেন সাইদীপ ওয়েলফেয়ার সোসাইটির পরিচালক ও ত্রিপুরা স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ডের কর্মকর্তারা। বক্তারা আতশবাজির ক্ষতিকর প্রভাব ও পরিবেশবান্ধব দিওয়ালি উদযাপনের গুরুত্ব তুলে ধরেন । বিশেষ আকর্ষণ ছিল স্থানীয় শিল্পীর মাধ্যমে মাটির প্রদীপ তৈরির প্রদর্শনী। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে ৩০টি মাটির প্রদীপ বিতরণ করা হয়। স্কুল শিক্ষার্থীরা “দিয়া দিয়ে দিওয়ালি, বাজি নয়” থিমে চিত্রাঙ্কন, স্লোগান লেখা ও কুইজ প্রতিযোগিতায় অংশ নেয়। সব অংশগ্রহণকারীরা অঙ্গীকার করেন, “আমি আলোর, ভালোবাসার ও পরিবেশের প্রতি শ্রদ্ধা রেখে দিওয়ালি উদযাপন করব।

পরিচালক দীপন বহাদুর গুরুঙ বলেন, “এটি শুধু একটি উৎসব নয়, এটি আমাদের সমাজে পরিবেশ সচেতনতা ও আত্মনির্ভরতার সংস্কৃতি গড়ে তোলার একটি পদক্ষেপ।”উদ্যোক্তা সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে এই সংবাদ জানানো হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *