আগরতলা, ২৩ সেপ্টেম্বর: সরকারী কর্মচারী এবং পেনশনারদের জন্য একটা বড় স্বস্তি দিয়ে আজ মহার্ঘ্য ভাতা (ডিএ) এবং ডিয়ারনেস রিলিফ (ডিআর) এ ৩% বৃদ্ধির ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।
ত্রিপুরা বিধানসভা অধিবেশনের শেষদিনে আজ সভায় মুখ্যমন্ত্রী বলেন, এবারের দুর্গাপুজোয় ৩% ডিএ এবং ডিআর সরকারী কর্মচারী এবং পেনশনারদের জন্য একটি উপহার, যা ১ অক্টোবর, ২০২৫ থেকে কার্যকর করা হবে।
ডাঃ সাহা আরো বলেন, এই লক্ষ্য পূরণে রাজ্য সরকার মোট ১২৫ কোটি টাকা অতিরিক্ত অর্থ ব্যয় করবে। আর এই সিদ্ধান্ত রাজ্য জুড়ে হাজার হাজার সরকারী কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মীদের উপকার সাধন করবে বলে আশা করা হচ্ছে।
মুখ্যমন্ত্রী বলেন, আমাদের সরকার কর্মচারী-বান্ধব। আমাদের লক্ষ্য শুধু কর্মচারীই নয়, সবাইকে সহায়তা করা। এরআগে, আমি দায়িত্ব গ্রহণের পরে ২৯% বৃদ্ধি করা হয়েছিল এবং আজ আমরা অতিরিক্ত ৩% ঘোষণা করেছি। আর্থিক প্রতিবন্ধকতা সত্ত্বেও, আমরা এই বৃদ্ধি ঘোষণা করেছি। এমনকি ১% বৃদ্ধি করতে প্রায় ১০০ কোটি টাকা প্রয়োজন। এই পদক্ষেপ প্রতিটি কর্মচারীর জন্য সহায়ক হবে এবং এটি দুর্গা পূজা উপহার হিসেবে বিবেচিত হবে।