আগরতলা:আগরতলার নেহেরু পার্ক সংলগ্ন এলাকা থেকে বাইক চুরি হয়। রাজধানী সংলগ্ন আড়ালিয়ার বাসিন্দা বাসিন্দা শিব শংকর রায় এর অভিযোগ মূলে এন সি সি থানার পুলিশ তদন্তে নেমে একটি অটোকে চিহ্নিত করে তার মালিকে গ্রেফতার করার পর, তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে এন সি সি থানার পুলিশ তিনটি বাইক ও ৬ জন চোরকে গ্রেফতার করে।

শনিবার আগরতলার এন সি সি থানায় সংবাদ মধ্যেমের মুখোমুখি হয়ে একথা জানান ওসি প্রজ্জিত মালাকার। তিনি জানান শিব শংকর রায়ের বাইক চুরির অভিযোগ পেয়ে তদন্তকারী অফিসার জয়নাল হোসেন তদন্তে নেমে সিসি ক্যামেরার ফুটেজ দেখে অটো রিকশার মালিকের জবানবন্দি মূলে বিএসএফের সহযোগিতায় সোনামুড়ার বক্সনগর থেকে রয়েল ফিল্ড একটি বাইক উদ্ধার করা হয়।তার পাশাপাশি বক্সনগর থেকে তিনজন বাইক চোরকে গ্রেপ্তার করা হয়।

আগরতলা থেকে তিনজন বাইক চোরকে গ্রেফতার করা হয়। মৃত চোরদের জিজ্ঞাসাবাদে কিছুদিন পূর্বে ধলেশ্বর থেকে একটি বাইক চুরি হয়। সেই বাইকটি এয়ারপোর্ট এলাকায় এক ব্যক্তির কাছে বিক্রি করা হয়। সেই বাইকটিও পুলিশ উদ্ধার করেছে। এর সঙ্গে নাম্বার বিহীন আরেকটি চুরি যাওয়া বাইক পুলিশ উদ্ধার করতে পেরেছে।ধৃত বাইক চোরদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১১১ নং ধারায় মামলা রুজু করা হয়েছে।

ধৃতদের জিজ্ঞাসাবাদে আরও কয়েকজনের নাম পুলিশের হাতে এসেছে। তবে তদন্তের স্বার্থে পুলিশ নাম প্রকাশ করছে না। এর মধ্যে ধৃত ২ চোরের বিরুদ্ধে এর আগেও ৮ থেকে ১০ টি বাইক চুরির মামলা রয়েছে বলে জানান এমসিসি থানার ওসি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *