আগরতলা।।রাজ্যে এই প্রথম তপশিলি জাতিভুক্তদের আর্থসামাজিক উন্নয়নে বিধায়কদের মতামত নিতে চিন্তন শিবির হয়। তপশিলি ভুক্ত জাতিদের সার্বিক কল্যাণে তপশিলি জাতিভুক্ত জনপ্রতিনিধিদের মতামত নিয়ে একটি প্রজেক্ট তৈরী করা হবে।

এই প্রকল্পটি কেন্দ্রীয় মন্ত্রীর নিকট দাখিল করে কেন্দ্রীয় সরকারের সহযোগিতা চাওয়া হবে। বৃহস্পতিবার তপশিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত চিন্তন শিবিরে এই কথা জানান দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস এই দপ্তরে এখন পর্যন্ত কি কি কাজ করেছেন, সেই সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরতে তপশিলি জাতিভুক্ত বিধায়কদের নিয়ে চিন্তন শিবির করেন । বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই চিন্তন শিবিরে পৌরোহিত্য করেন দপ্তরের মন্ত্রী । উপস্থিত ছিলেন বিজেপির তপশিলি জাতিভুক্ত অধিকাংশ বিধায়ক এবং বিধায়িকাগন। তবে বিরোধী দল সিপিআইএমের তপশিলি জাতিভুক্ত বিধায়করা এই চিন্তন বৈঠকে উপস্থিত ছিলেন না ।

এই চিন্তন শিবির প্রসঙ্গে মন্ত্রী সুধাংশু দাস জানান, তপশিলি জাতিভুক্তদের আর্থসামাজিক মান উন্নয়নে আরো কি কি পদক্ষেপ গ্রহণ করাযায়, কি কি কাজ করা যেতে পারে সংশ্লিষ্ট বিষয়ে তপশিলি জাতিভুক্ত বিধায়কদের মতামত চাওয়া হবে । তপশিলি জাতি ভুক্তদের আরো বেশি করে সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়ার জন্যে বিধায়কদের মতামতের উপর ভিত্তি করে একটি প্রজেক্ট তৈরি করা হবে । এই প্রজেক্টটি নিয়ে দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রীর সাথে দেখা করে সংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতা চাওয়া হবে।

রাজ্যের তপশিলি ভুক্ত জাতিদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে তপশিলিভুক্ত বিধায়কদের নিয়ে এই ধরনের চিন্তন শিবির রাজ্যে এই প্রথম । এ দিনের বৈঠকে তপশিলি জাতি কল্যাণ দপ্তরের সচিব দীপা ডি নায়ার ,দপ্তরের অধিকর্তা সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *