আগরতলা।।রেশন ডিলাররা সময়মতো রেশনসামগ্রী সরবরাহ করবেন। আপনাদের জন্যে সরকারের বদনাম হলে এটা দুঃখজনক। আর কমিশনের ব্যাপারটা আমাদের উপর ছেড়ে দিন। ঠিক এই ভাবেই রেশন ডিলারদের উদ্দেশে বার্তা দিলেন খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী।
রেশন ডিলাররা যেন গ্রাহকদের মধ্যে সময়মত ডাল, চিনি সরবরাহ করেন। রেশন সামগ্রী সময়মতো সরবরাহ না করা হলে মানুষের মধ্যে ক্ষোভ জন্মাবে। তাতে সরকারের বদনাম হবে। অথচ স্টকে কোনো কিছুর অভাব নেই। রেশন ডিলারদের উদ্দেশে এই কথাগুলি বলেন খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি আরো বলেন, ডিলারদের কমিশন নিয়ে চিন্তা করতে হবে না। তারা যেন ভদ্রস্থ ভাবে বাঁচতে পারেন তা সরকার দেখছে। কমিশনের বিষয়টি সরকারের উপর ছেড়ে দিতে বলেন।
মানুষ বাজার থেকে কতটা স্বস্তা দরে রেশন থেকে জিনিস পাচ্ছেন তা রেশন ডিলাররা যেন মানুষকে বোঝান সেই বার্তাও দেন খাদ্য মন্ত্রী। পি ভি সি রেশন কার্ড প্রসঙ্গে বলেন, ১০ – ১৫ টাকার বিনিময়ে গ্রাহকদের পি ভি সি রেশন কার্ড নিতে হবে। রাজ্যে ৪ লক্ষ ৭৮ হাজার পি ভি সি কার্ড তৈরি করা হয়েছে। তখন আর বর্তমান চটি বইটি থাকবে না। বিভিন্ন জায়গায় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে এগুলি গ্রাহকদের হাতে তুলে দেওয়া হবে।
গণবন্টন ব্যবস্থার সঙ্গে যুক্তদের নিয়ে বৃহস্পতিবার রবীন্দ্র ভবনে এই মতবিনিময় অনুষ্ঠান হয়। তাতে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে রেশন ডিলাররা আসেন। ছিলেন খাদ্য দপ্তরের আধিকারিকরা ও রেশন ডিলারদের সংগঠনের নেতৃত্ব।