ফটিকরায়।।রবিবার ফটিকরায় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ফটিকরায় নজরুল কলাক্ষেত্রে ৬৪ তম মহান শিক্ষক দিবস উদযাপন করা হয় ।এই অনুষ্ঠানে প্রধান অতিথি তথা উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ফটিকরায় বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মৎস্য, প্রাণিসম্পদ বিকাশ দফতর এবং তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস।
ভারতরত্ন সর্বপল্লী রাধাকৃষ্ণণের প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পন করে শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি।এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন, ভারতবর্ষের মহান শিক্ষাবিদ,দার্শনিক ছিলেন দ্বিতীয় রাষ্ট্রপতি ও ভারতরত্ন ড সর্বপল্লী রাধাকৃষ্ণন ।
তার জন্ম দিবস সারাদেশে জাতীয় শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় ।এই মহান শিক্ষক দিবস উদযাপন উপলক্ষেই আজ আমরা এখানে সমবেত হয়েছি ।মন্ত্রী আরো বলেন, সর্বপল্লী রাধাকৃষ্ণন বলেছিলেন, শিক্ষক তারাই যারা আমাদের আমাদের জন্য ভাবতে শেখান ।উনার সম্পূর্ণ জীবন যদি আমরা মূল্যায়ন করি তবে দেখবো তার ব্যক্তিত্ব সর্বদাই আমাদের অনুপ্রাণিত করে এবং উৎসাহ যোগায়।
এই অনুষ্ঠানের ফটিকরায় এলাকার গুণী শিক্ষক-শিক্ষিকাদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে সংবর্ধিত হয়ে খুশি সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষিকাগণ।