আগরতলা।।দীপাবলির দিনে চুরি কিংবা হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে খুশি প্রকৃত মালিকরা। সোমবার এই ধরণের ৩০ টি মোবাইল মালিকের হাতে তুলে দেয় পশ্চিম আগরতলা থানার পুলিশ।
থানায় পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠক, জেলার সহকারী পুলিশ সুপার ধ্রুবনাথ, এস ডি পিও দেবপ্রসাদ রায় এর উপস্তিতিতে মোবাইলগুলো মালিকদের হাতে তুলে দেওয়া হয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জেলার পুলিশ সুপার নমিত পাঠক জানান যে সকল মোবাইল গুলো হারানো গিয়েছিল এর কয়েকটি সি আই আই আর পোর্টালে অভিযোগ দায়ের করা হয়েছিল।
কিছু থানায় অভিযোগ জানানো হয়েছিল। মোট ৩০ টি মোবাইল উদ্ধার করা হয়। পুলিশ সুপার আরো জানান, দীপাবলি উপলক্ষে আগরতলা শহরকে কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে রাখা হয়েছে। এদিন চুরি যাওয়া মোবাইল ফিরে পেয়ে সন্তোষ ব্যক্ত করেছেন গ্রাহকরা। পুলিশের ভূমিকার প্রশংসা করেন তারা