আগরতলা : মন্ত্রী টিংকু রায়ের মানবিক রুপ আবারও প্রকাশ্যে এলো। এবার চা বাগান শ্রমিকদের পাশে দাঁড়ালেন মন্ত্রী টিংকু রায়। বিগত প্রায় এক মাস ধরে কৈলাসহর মহকুমায় প্রচন্ড ঠান্ডা প্রবাহিত হচ্ছে।

এই প্রচন্ড ঠান্ডার কবল থেকে রক্ষা পেতে অসহায় চা বাগান শ্রমিকদের নিজ হাতে কম্বল বিতরণ করেন মন্ত্রী টিংকু রায়। নয় জানুয়ারি শুক্রবার সকাল নয়টা থেকে কৈলাসহর মহকুমার চন্ডীপুর বিধানসভা কেন্দ্রের অধীনে থাকা বিভিন্ন চা বাগান এলাকায় গিয়ে কম্বল বিতরণ করেন। মন্ত্রী টিংকু রায়ের নিজের চন্ডীপুর বিধানসভা কেন্দ্রের মূর্তিছড়া, মনুভ্যালী, রাংরুং, কালীশাসন, হালাইছড়া, সরোজিনী, গোলকপুর, দেবস্থল, সোনামুখি ইত্যাদি চা বাগান গুলোতে নয় জানুয়ারি শুক্রবার দিনভর কম্বল বিতরণ করেন মন্ত্রী নিজেই।

কম্বল বিতরণে মন্ত্রীর সাথে ছিলেন বিজেপি চন্ডীপুর মন্ডলের সভাপতি পিন্টু ঘোষ, বিজেপি নেতা সন্দীপ কুর্মী, ত্রিলোকেশ্বর সিনহা, দীপক মুন্ডা, শঙ্কর কৈরী, উজ্জ্বল কুর্মী সহ আরও অন্যান্য নেতৃত্বরা। মূলত মন্ত্রী টিংকু রায়ের নিজ উদ্যোগে এবং মন্ত্রী নিজের হাতে বাজার থেকে উন্নত মানের কম্বল ক্রয় করে বিভিন্ন চা বাগান এলাকায় গিয়ে কম্বল গুলো বিতরণ করেন। চন্ডীপুর বিধানসভা কেন্দ্রের অধীনে থাকা দশটি চা বাগানে প্রায় পাঁচ হাজার কম্বল বিতরণ করেন। শুক্রবার সকাল নয়টা থেকে কম্বল বিতরণ শুরু করে দুপুর দেড়টায় কম্বল বিতরণ শেষ হয়।

কম্বল বিতরণ চলাকালীন মন্ত্রী টিংকু রায় সংবাদ প্রতিনিধিদের এক সাক্ষাৎকারে জানান যে, প্রচন্ড ঠান্ডার কবল থেকে রক্ষা পেতে চা বাগান শ্রমিকদের জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন। চন্ডীপুর বিধানসভা কেন্দ্রের সকল অংশের মানুষের সাথে চা বাগান শ্রমিকরাও যেন ভালো থাকে সেজন্যই এই উদ্যোগ নিয়েছেন বলে জানান। মন্ত্রী টিংকু রায়ের এই মহানুভবতায় চা বাগান শ্রমিকরা খুবই খুশী।

চা বাগান শ্রমিক গোলকপুর চা বাগান এলাকার বাগান শ্রমিক দীপক মুন্ডা জানান যে, ২০২৩সালের বিধানসভা ভোটে যদি টিংকু রায় বিজেপি দলের হয়ে ভোটে না দাঁড়াতেন তাহলে চন্ডীপুর বিধানসভা কেন্দ্রের মানুষরা এই দেবতুল্য মানুষকে কাছে পেতেন না। মন্ত্রী টিংকু রায় সারা বছরই চা বাগান শ্রমিকদের পাশে থাকেন এবং চা বাগান শ্রমিকদের সুখে দুঃখের সঙ্গী হয়ে খোঁজ খবর রাখেন বলেন জানান দীপক মুন্ডা

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *