আগরতলা।দুর্গা পূজা এবং বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে জুলুমবাজি চলছে। এই অভিযোগে ডিজির কাছে ডেপুটেশন দিলো ত্রিপুরা মজদুর মনেটিং সেলের নেতৃত্ব। তাঁরা অভিযোগ করেন ধর্মনগর থেকে সাব্রুম পর্যন্ত রাস্তায় গাড়ী থামিয়ে বিভিন্ন ক্লাব এবং শ্রমিক সংগঠন বিশ্বকর্মা ও দূর্গা পূজার নাম দিয়ে জোর পূর্বক চাঁদা দাবি করা হচ্ছে।

ড্রাইভার ভাইরা না দিলে তাদের মারধর করছে এবং গাড়ির গাড়ীর উপর আঘাতের পাশাপাশি হুমকি ধমকী দেয়া হচ্ছে। এদিন এক প্রতিক্রিয়ায় ত্রিপুরা মজদুর মনেটিং সেলের সভাপতি বিপ্লব কর বলেন, ধর্মনগর থেকে সাব্রুম পর্যন্ত রাস্তায় রাস্তায় গাড়ী থামিয়ে বিভিন্ন ক্লাব এবং শ্রমিক সংগঠন বিশ্বকর্মা এবং দূর্গা পূজার নাম দিয়ে জোর পূর্বক চালকদের কাছ থেকে চাঁদা আদায় করে নিচ্ছে। এমনকি, লরি চালকরা দিতে অস্বীকার করলেই তাদের মারধর করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তিনি আরো বলেন, সমস্ত ক্লাব এবং শ্রমিক সংঠন এমনটা করছে না।

কিছু কিছু ক্লাব ও সংঠন জুলুমবাজি করছে। তাঁর বক্তব্য রাষ্ট্রবাদী সরকার এই ধরনের কাজকে সমর্থন করে না, তাই ডিজির কাছে ডেপুটেশন দেয়া হয়েছে চাঁদা নিয়ে যাতে জুলুমবাজি না হয়। যা চলছে অবিলম্বে তা বন্ধ করার দাবি জানিয়েছেন তারা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *