খোয়াই:অবৈধ ড্রাগসের রাঘব বোয়াল কে আটক করল পুলিশ!অবৈধ ড্রাগসের রাঘববোয়াল কে আটক করতে সক্ষম হয়েছে আজ সাদা পোশাকের পুলিশ!!
খোয়াইয়ের দুর্গানগর হীরক সংলগ্ন সুজিত দাসের ভাড়াটিয়া পার্থ দে কে অবৈধ ইয়াবা ট্যাবলেট এবং এসপি ট্যাবলেট সহ খোয়াই এর অবৈধ ড্রাগসের রাঘববোয়াল পার্থ দে কে আটক করতে সক্ষম হয়েছে।
আশ্চর্যের বিষয় কিছুদিন আগে খোয়াই এর এই ড্রাগস কারবারিকে আটক করে পুলিশ জেলে পাঠিয়েছিল।পুনরায় আবার অবৈধ ড্রাগসের ব্যবসা জাকিয়ে বসিয়েছে বাড়িতে। খোয়াইয়ের সরলমতি যুবকদের কাছে অবৈধ নেশার সামগ্রী বিক্রি করে এই পার্থ দে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। অন্যদিকে সমাজ ধ্বংস করে দিচ্ছেন পার্থ দে মত নেশা কারবারিরা। শুভবুদ্ধি সম্পন্ন মহল থেকে পার্থ দের মতো নেশা কারবারীদেরকে সামাজিক ভাবে বয়কট করার আহ্বান উড়ছে বিভিন্ন মহল থেকে।
খোয়াই থানার এক পুলিশ আধিকারিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে সাদা পোশাকের পুলিশ ড্রাগস ব্যবসায়ী পার্থ দে’র বাড়িতে প্রচুর পরিমাণ ইয়াবা ট্যাবলেট এবং এস পি ট্যাবলেট রয়েছে এই বিষয়টি সত্যতা জানতেই হয় থানার পুলিশ তার বাড়িটি ঘেরাও করে তল্লাশি চালায়।সেই সময় ডিসিএম জিতেন্দ্র দেববর্মা উপস্থিতিতে পুলিশ এন ডি পিএস আইন অনুযায়ী তল্লাশি চালিয়ে বিশাল পরিমাণ নেশা সামগ্রী উদ্ধার করে। প্রসঙ্গত, এর আগেও পার্থ দে বিপুল পরিমাণ নেশা সামগ্রী সহ ধরা পড়ে।
পরবর্তী সময়ে নেশা সামগ্রী আইনে তার জেল হাজত হয়েছিল। কিন্তু জেল থেকে বেরিয়ে পুনরায় তার বাড়িতে অবৈধ নেশা সামগ্রীর রমরমা ব্যবসা খুলে বসেছে।এখন দেখার পুলিশ কি ধরনের আইনি পদক্ষেপ তার বিরুদ্ধে গ্রহণ করে?
