আগরতলা : খুপীলং বাঁধ এলাকার জেলেদের দীর্ঘদিনের দাবি অবশেষে পূরণ হলো। মাছ ধরার কাজে নানান সমস্যার মুখে জেলেদের জন্য সম্প্রতি একটি নতুন নৌকা সরবরাহ করা হয়েছে। গত এপ্রিল মাসে পশ্চিম খুপিলং গ্রাম পঞ্চায়েতের উদ্যোগেই এই গুরুত্বপূর্ণ পরিষেবা বাস্তবায়িত হয়।
পঞ্চায়েত প্রধান প্রিয়াঙ্কা দাস এই নৌকা প্রদান কর্মসূচির নেতৃত্ব দেন। স্থানীয় জেলে সমাজের দাবি ছিল— জলাধারে সহজে চলাচল, মাছ ধরার কাজ আরও সুষ্ঠুভাবে সম্পন্ন করা এবং বিপদের সময় দ্রুত সরে যাওয়ার জন্য একটি উপযোগী নৌকা প্রয়োজন। পঞ্চায়েত কর্তৃপক্ষ অবশেষে সেই দাবি পূরণ করলো।নৌকা পেয়ে জেলেরা অত্যন্ত সন্তুষ্ট। তাদের বক্তব্য,“এই নৌকা আমাদের দৈনন্দিন কাজ অনেক সহজ করে দেবে। বহু বছর ধরে দাবি করছিলাম, পঞ্চায়েত এবার আমাদের কথা শুনেছে।”এদিকে এনিয়ে পঞ্চায়েত প্রধান প্রিয়াঙ্কা দাস জানিয়েছেন,“খুপিলং বাঁধ এলাকার উন্নয়ন ও জেলে সমাজের সুরক্ষার জন্য আরও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
সরকারের বিভিন্ন প্রকল্প যাতে তাঁদের কাছে পৌঁছায়, পঞ্চায়েত সে দিকেও নজর রাখছে।” স্থানীয় মানুষজনের মতে, এই পদক্ষেপে জেলেদের জীবিকা আরও শক্তিশালী হবে এবং মাছধরা কাজের উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে।
