আগরতলা: রাস পূর্ণিমা উপলক্ষে আগামী ৫ থেকে ৭ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী ব্রহ্মকুণ্ড মেলা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আজ কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথ একটি প্রস্তুতি সভার সভাপতিত্ব করেন।
সভাটি অনুষ্ঠিত হয় ব্রহ্মকুণ্ড গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সংলগ্ন শিবমন্দিরের নটমন্দিরে।
পরবর্তীতে মন্ত্রী জানান, ব্রহ্মকুণ্ড মেলা একটি ঐতিহাসিক মেলা, যা বছরে দুইবার অনুষ্ঠিত হয়—একবার রাস পূর্ণিমায় এবং আরেকবার আশোকাষ্টমীর সময়।
মন্ত্রী বলেন মেলা ৫ তারিখ থেকে শুরু হবে। এটি এমন একটি মেলা যেখানে জাতি, জনজাতি উভয় সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে আনন্দ উদযাপন করেন। মেলাটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে এই সভা করা হয়েছে। ৬ ও ৭ তারিখ মেলা চলবে এবং ৭ তারিখ শেষ দিন। যদিও মূল মেলাটি চৈত্র মাসে অনুষ্ঠিত হয়, তবুও এই মেলাটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে সুন্দরভাবে আমরা এই সভাটি করেছি। সকলের সহযোগিতায় সুন্দর ও শৃঙ্খলাভাবে এই মেলা অনুষ্ঠিত হবে।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে বিভিন্ন দপ্তরের উদ্যোগে মেলায় প্রদর্শনী প্যাভিলিয়ন স্থাপন করা হবে।
তথ্য ও সংস্কৃতি বিষয়ক দপ্তরের উদ্যোগে প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
মন্ত্রী সভায় উপস্থিত বিভিন্ন উপ-কমিটির সদস্যদের দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান এবং সকলের সহযোগিতায় মেলাটিকে সফলভাবে সম্পন্ন করার আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য দপ্তরের প্রতিমন্ত্রী বৃষকেতু দেববর্মা, টিটিএএডিসি’র কার্যনির্বাহী সদস্য (শিক্ষা) রবীন্দ্র দেববর্মা, ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ, মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাকেশ দেব, হেজামারা বিএসি’র চেয়ারম্যান সুনীল দেববর্মা, মোহনপুর মহকুমার মহকুমা শাসক সজল দেবনাথ ও অতিরিক্ত মহকুমা শাসক ধৃতি শেখর রায়, সমাজসেবী বিনোদ দেববর্মা প্রমুখ।
