আগরতলা:সর্বভারতীয় কংগ্রেস এর পক্ষ থেকে জাতীয় ট্যালেন্ট হান্ট অর্থাৎ মেধা অন্বেষা তুলে ধরার জন্য দেশব্যাপী কর্মসূচির আয়োজন করা হয় ১৬ জানুয়ারী থেকে ২৯ জানুয়ারী পর্যন্ত।
এই বিষয়ে শুক্রবার কংগ্রেস দলের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় আগরতলার প্রদেশ কংগ্রেস ভবনে।এই দিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা,দলের মুখপাত্র প্রবীর চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্ব। প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচির বিস্তারিত তুলে ধরে বলেন, রাজেশ কংগ্রেসের উদ্যোগে মুখপাত্র নির্বাচনের জন্য শুরু হয়েছে মেধা অন্বেষা কর্মসূচি।শুক্রবার প্রদেশ কংগ্রেস ভবনে রাজ্য ভিত্তিক এই কর্মসূচির সূচনা করেন রাজেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।
তিনি বলেন,সারাদেশ জুড়ে প্রতিভা অন্বেষা বা ট্যালেন্ট হান্ট এই কর্মসূচিকে সামনে রেখে ভারতবর্ষের বর্তমান পরিস্থিতিতে দলের মূল্যবোধ, সংবিধানের পবিত্রতা রক্ষা এবং গণতান্ত্রিক ধ্যান ধারণাকে জন সম্মুখে বাঁচিয়ে রাখার লক্ষ্যে,দেশব্যাপী প্রচারের মাধ্যম কে আরো শক্তিশালী করার জন্য সর্ব ভারতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে প্রতিভা অন্বেষার জন্য রাজ্যে ও জেলা স্তরে এই কর্মসূচির মাধ্যমে,যারা জাতীয় স্তরের কংগ্রেসের মুখপাত্র হওয়ার যাদের যোগ্যতা পরিলক্ষিত হবে বা রাজ্যেও বিভিন্ন ভাষাভাষী যারা দলের আদর্শের প্রতি অবিচল থেকে দলীয় সংবিধানকে মান্যতা দিয়ে তরুণ প্রজন্মের প্রতিভাকে খুঁজে বের করা।এটাই হচ্ছে এই কর্মসূচির মূল উদ্দেশ্য।
ত্রিপুরায়ও ধাপে ধাপে রাজ্য ও জেলা স্তরে ট্যালেন্ট হান্টের কাজ শুরু হবে।শুক্রবার রাজ্য ভিত্তিক এই কর্মসূচি লঞ্চ করা হয়েছে।আগামী ২৯ ও ২০ জানুয়ারি একই ধরনের কর্মসূচি নিয়ে রাজ্যের আটটি জেলায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। ২৪ তারিখের মধ্যে কিউ আর কোডের মাধ্যমে আবেদন করার আহ্বান জানান প্রদেশ কংগ্রেস সভাপতি। এরপর এগুলি বাছাই পর্ব চলবে।জেলাস্তরে ২৭ থেকে ২৯ জানুয়ারি অব্দি ট্যালেন্ট হান্টের জন্য আহ্বান করা হবে।
পরবর্তী সময়ে ধাপে ধাপে রাজ্য ও জাতীয় স্তরে অংশ গ্রহণের মধ্য দিয়ে তাদের মেধা উৎকর্ষতা সঠিক যাচাই করা হবে। দেশের গতির গদি মিডিয়ার কারণে দেশের বিভিন্ন বিষয় গুলি যথাযথভাবে উপস্থাপন করার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা দেখা দিয়েছে। সেই ক্ষেত্রে তৃণমূল স্তর থেকে যারা কথা বলতে সক্ষম, যারা বিভিন্ন বিষয়ে খোঁজ খবর রাখেন বা বিভিন্ন তথ্য নিয়ে গবেষণা করছেন। মুখপাত্র নির্বাচনের ক্ষেত্রে এই বিষয়গুলি গুরুত্ব পাবে।আশীষ কুমার সাহা বলেন, এখনো দলের মধ্যে অনেকেই রয়ে গেছেন, যারা তাদের বক্তব্য তুলে ধরার জন্য সঠিক মঞ্চ পান না।
তাদেরকে অনুসন্ধান করে দলের মূল স্রোতের সঙ্গে যুক্ত করার কাজে ট্যালেন্ট হান্টের কর্মসূচির গুরুত্বপূর্ণ অপরিসীম। আগামী দিন কংগ্রেস দলকে একেবারে তৃণমূল স্তরে নেতৃত্ব দেওয়ার জন্য মুখপাত্র তৈরি করার উদ্দেশ্যেই সর্বভারতীয় কংগ্রেসের এই কর্মসূচি।ত্রিপুরায় যারা এই বিষয়ে আগ্রহী এবং যারা কংগ্রেস দলের আদর্শকে নির্ভর করে দলকে সমৃদ্ধ করতে চায় এবং দলের বিভিন্ন কর্মসূচির মূল্যায়ন করে যারা এই বিষয়ে জনসমক্ষে তুলে ধরতে চায়।
তাদেরকে দলে সাদর আমন্ত্রণ জানানো হবে বলেও তিনি জানান। পাশাপাশি মেধা ও যোগ্যতাকে তুলে ধরে কংগ্রেস দলে আরো বেশি করে দলীয় মুখপাত্র বিভিন্ন স্তরে নিয়োজিত করার লক্ষ্যেই এই কর্মসূচি দেশব্যাপী শুরু হয়েছে।
