আগরতলা:গত ২৩শে নভেম্বর রাত এগারোটা নাগাদ এলাকার বাসিন্দা অমিত সরকার ভিগোরাস ক্লাব হইতে, পশ্চিম নোয়াবাদী এলাকা দিয়ে যাওয়ার সময় এলাকার জৈনক মিঠু রায়ের বাড়ির রাস্তার মাঝখানে একটি সাদা রঙের AURA গাড়ি (গাড়ির নম্বর TR01BK0451) দাঁড়ানো এবং গাড়ি থেকে কিছু জিনিস নামিয়ে বাড়ির ভিতরে নেওয়া হচ্ছিল দেখে সন্দেহ হয় অমিত সরকারের।

রাস্তার ওপর গাড়ি থাকায় তিনি মিঠু রায় কে অনুরোধ করেন গাড়িটা একটু সাইডে রাখার জন্য। সঙ্গে সঙ্গে গাড়ি থেকে তিন চার জন সহ মিঠু রায় প্রচন্ডভাবে মারধর করে অমিত সরকারকে। খবর দেওয়া হয় বুধজংনগর থানার। ছুটে আসে পুলিশ কিন্তু পুলিশ কোন ধরনের ব্যবস্থা না নিয়ে গাড়িটিকে ছেড়ে দেয়।প্রসঙ্গত এই মিঠু রায়ের বাড়িতে বিভিন্ন ধরনের অসামাজিক কাজের পাশাপাশি দেহ ব্যবসার থেক রয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ।

বুধজং নগর থানায় মামলা করলেও পুলিশ কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করছে না।পাশাপাশি এই এলাকায় সন্ধ্যা হলেই বিভিন্ন ধরনের নেশা সামগ্রী সহ বখাটে ছেলেদের রমরমা দেখা দেয়। সেই ব্যাপারে ব্যবস্থা নিতে আজ ত্রিপুরা রাজ্য কাপালি সমাজের সভাপতি অসীম সরকার নেতৃত্বে এক প্রতিনিধিদল পশ্চিম জেলা এসপির নিকট এক ডেপুটেশন প্রদান করে।

এসপি ওদের কথা মনোযোগ দিয়ে শুনেন এবং পুলিশি টহলের ব্যবস্থা করা হবে পাশাপাশি অমিত সরকারের উপর হামলার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করেন তাদের।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *