আগরতলা।।শারদোৎসবের সময় কিছু দিন কভার ড্রেন নির্মাণের কাজ বন্ধ রেখেছিলো আগরতলা পুর নিগম। এখন পুনরায় জোর কদমে কাজ শুরু হয়েছে।

শহরের বিভিন্ন জায়গায় চলছে কভার ড্রাইনের কাজ। কিছু কিছ জায়গায় ড্রেন নির্মাণ করতে গিয়ে নির্মাণ সংস্থাকে সমস্যার মুখেও পড়তে হচ্ছে। উন্নয়নমূলক কাজ যেন ঠিক ভাবে সম্পন্ন হয় তার জন্যে ঘটনাস্থলে ছুটে যাচ্ছেন মেয়র দীপক মজুমদার। শুক্রবার তিনি যান ধলেশ্বর আশ্রম চৌমুহনী সংলগ্ন এলাকায়। সেখানে ড্রেন নির্মাণের কাজ পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন স্থানীয় কর্পোরেটর সহ পুর নিগম ও স্মার্ট সিটি প্রকল্পের আধিকারিকরা।

মেয়র কথা বলেন তাদের সঙ্গে। এমনকি এলাকাবাসীর সঙ্গেও কথা বলেন। পরে সাংবাদিকদের জানান, আগামী ৭/৮ মাসের মধ্যে আগরতলা শহর একটা পরিপূর্ন রূপ নেবে। কাজের অগ্রগতির জন্যে তিনি সবার সহযোগিতা কামনা করেন। সেইসঙ্গে বলেন, উন্নয়নের কাজে কেও বাধা দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সার্বিক ভাবে মানুষের কাছ থেকে সহযোগিতা পাচ্ছেন বলে জানান তিনি। মেয়রের এই বক্তব্যের পর আগামী ৭/৮ মাসের মধ্যে শহরে কভার ড্রেন নির্মাণের কাজ শেষ হবে ও রাস্তাঘাট সংস্কার হয়ে যাবে বলে আশা করা যায়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *