আগরতলা, ২৯ নভেম্বর : যোগেন্দ্রনগর রেলস্টেশনে দুই নেশা কারবারি গ্রেফতার। ছাড়িয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ রাজনৈতিক নেতৃত্বের বিরুদ্ধে। আর এই বিতর্কে উত্তাল পরিস্থিতি।

যোগেন্দ্রনগর রেলস্টেশনে গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পূর্ব আগরতলা থানার পুলিশ দুই নেশা কারবারিকে আটক করেছে। শুক্রবার রাতের এই অভিযানে গ্রেফতার হয় শ্রীলঙ্কা বস্তির নাজির হোসেন এবং বিহারের শ্যাম কুমার সিং। যদিও অভিযানের সময় তাদের কাছ থেকে নেশা সামগ্রী উদ্ধার করা যায়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে আরও তিনজন যুবক উপস্থিত ছিল। পুলিশকে দেখে তারা পালিয়ে যেতে সক্ষম হয়। আটক দুই যুবকের বিরুদ্ধে পূর্ব থেকেই একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন পূর্ব থানার ওসি। শনিবার তাদের আদালতে পেশ করা হয়।
পুলিশের দাবি—“অভিযুক্ত দুজন নেশা চক্রের সক্রিয় সদস্য। বিভিন্ন মামলায় তাদের নাম রয়েছে। তদন্ত আরও এগিয়ে নেওয়া হচ্ছে।” এদিকে ঘটনাটি ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে। বনমালীপুর যুব মোর্চার এক প্রতিনিধি দল শনিবার পূর্ব আগরতলা থানায় গিয়ে ওসির সঙ্গে দেখা করে।

তারা দাবি জানায়— “নেশা ব্যবসায় জড়িতদের বিরুদ্ধে যেন কঠোরতম ব্যবস্থা নেওয়া হয়। কোনওভাবেই অপরাধীদের ছাড় দেওয়া যাবে না।” যুব মোর্চার অভিযোগ, বিরোধী দলের এক বিধায়ক নাকি আটক দুই যুবককে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছেন। এই অভিযোগ সামনে আসতেই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। যদিও পুলিশ এই অভিযোগ সম্পর্কে কোনো মন্তব্য করতে নারাজ।

স্থানীয় সূত্রে জানা যায়, যোগেন্দ্রনগর স্টেশন এলাকা নেশা পাচারের অন্যতম রুট হিসেবে পরিচিত। তাই পুলিশের অভিযানে দুজনকে আটক করা হলেও পালিয়ে যাওয়া তিনজনকে গ্রেফতারের জন্য তৎপরতা অব্যাহত রয়েছে। নেশা বিরোধী অভিযানের ধারাবাহিকতায় পুলিশ আরও কঠোর পদক্ষেপ নেবে বলে জানা গেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *