আগরতলা: আগরতলা রেল স্টেশনে নিরাপত্তা বাহিনীর তৎপরতায় বড়সড় সাফল্য মিলল। রবিবার রানী কমলাবতী এক্সপ্রেস ট্রেন চলাচলের সময় পিস্তল ও বিপুল পরিমাণ নেশার সিরাপসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে রেল স্টেশন চত্বরে চাঞ্চল্য ছড়ায়।
পুলিশি সূত্রে জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে আগরতলা রেল স্টেশনে বিশেষ নজরদারি চালানো হচ্ছিল। সেই সময় সন্দেহজনক আচরণের কারণে রানী কমলাবতী এক্সপ্রেস ট্রেনে ওঠার মুহূর্তে দুই যুবককে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একটি দেশি পিস্তল এবং প্রায় ১০০ বোতল কফ সিরাপ উদ্ধার করা হয়। ধৃতদের নাম কার্তিক যাদব ও আমোদ বলে পুলিশ নিশ্চিত করেছে। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, উদ্ধার হওয়া নেশার সিরাপ পাচারের উদ্দেশ্যেই ট্রেনে করে বহিরাজ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।
পুলিশি সূত্র আরও জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইন ও এনডিপিএস আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। উদ্ধার হওয়া পিস্তলটি কোথা থেকে সংগ্রহ করা হয়েছে এবং এর সঙ্গে কোনো বড় পাচার চক্র যুক্ত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশি সূত্রের বাইট: “রানী কমলাবতী এক্সপ্রেসে নিয়মিত তল্লাশির সময় সন্দেহজনক আচরণের কারণে দুই যুবককে আটক করা হয়। তল্লাশিতে একটি দেশি পিস্তল ও ১০০ বোতল নেশার কফ সিরাপ উদ্ধার হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। এই ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনার পর ধৃতদের আগরতলা জিআরপি থানায় নিয়ে যাওয়া হয় এবং জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। পুলিশ মনে করছে, এই ঘটনার পেছনে একটি সংগঠিত পাচার চক্র কাজ করছে এবং ধৃতদের জেরা করে সেই চক্রের হদিশ পাওয়া যেতে পারে। রেল স্টেশন এলাকায় বেআইনি অস্ত্র ও মাদক পাচারের চেষ্টা রুখতে ভবিষ্যতেও তল্লাশি ও নজরদারি আরও জোরদার করা হবে বলে জানিয়েছে পুলিশ।
