আগরতলা :রেল পথকে ব্যবহার করে বিভিন্ন কায়দায় মাদক পাচার অব্যাহত রয়েছে।আগরতলা রেল স্টেশনে ফের মাদক চক্রের সক্রিয়তার চাঞ্চল্যকর ছবি সামনে এলো।বৃহস্পতিবার দুপুরে স্টেশনের এক নম্বর প্লাটফর্মে জিআরপি ও আরপিএফ পুলিশের সন্দেহজনক নজরে পড়েন ৪ যুবতী। আচরণে অস্বাভাবি কতা লক্ষ্য করেই তাদের হ্যান্ডব্যাগ এবং লাগেজ তল্লাশি করা হয়।

লাগেজের মধ্যে ছিল ট্রলি, সেই ট্রলিতে সেলোটেপ দিয়ে খুব সুন্দরভাবে প্যাকেটিং করা ছিল।তল্লাশিতে উদ্ধার হয় ৪৬ কেজি ৫৯০ গ্রাম শুকনো গাঁজা।আটক কৃত গাজার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা।ঘটনাস্থলে থেকেই চারজনকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তার কৃতরা হলেন, অভি দেববর্মা, জেসমিন দেববর্মা, রানী দেববর্মা ও ইভা দেববর্মা। জিআরপি থানার পুলিশ অফিসার রাজু ভৌমিক জানান, ধৃত চার যুবতীর বাড়ি মান্দাই, চম্পকনগর ও করবুক এলাকায়। তাদের বিরুদ্ধে জি আর পি থানায় এন ডি পি এস ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।মামলার নম্বর ২০২৬ , জিআরপি ০০৬। পাশাপাশি পুলিশ ধৃত চার যুবতীকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে।

উদ্ধার হওয়া গাজা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং এর পেছনে কোন বড় চক্র জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।উল্লেখযোগ্য বিষয় হলো,এর আগেও একাধিক বার জনজাতি যুবতীদের মাদক সহ গ্রেপ্তারের ঘটনা সামনে এসেছে। পুলিশের একাংশের মতে,মাদক পাচারের মতো বেআইনি ব্যবসায় পরিকল্পিত ভাবে তরুণীদের ব্যবহার করা হচ্ছে, যাতে পুলিশের নজরে এড়ানো যায়।

এই ঘটনা ফের প্রমাণ করলো, রাজ্যে মাদক কার বারের জাল কতটা গভীরে বিস্তৃত।রেল স্টেশনের মত গুরুত্বপূর্ণ স্থানে এমন ঘটনার পুনরাবৃত্তি প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *